শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০২:৫৮:০৩

নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে গিয়ে উল্টে পড়ল বাস!

নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে গিয়ে উল্টে পড়ল বাস!

এমটিনিউজ ডেস্ক: বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পর্যটকবাহী পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে গেছে। এতে বাসের যাত্রী ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা নারী পুরুষ ও শিশুসহ অন্তত ২৫ জন গুরুত্ব আহত হয়েছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় পিকনিকের উদ্দেশ্যে সেন্টমার্ট নামের একটি পরিবহন বাস রিজার্ভ করে আসছিলেন। 

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৫টার দিকে পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে উল্টে পড়ে যায়। এতে ওই বাসের মধ্যে থাকে ২৫ জন গুরুত্বর আহত হয়।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত বাসের যাত্রী পারুল (৫০), মেহেরুননেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), মোঃ ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬) হাবিবা (১৮) দিনা (৫৫) মাহবুবা (৩০) পপি (৩০) ইসলাম (৫২) সহ ২৫ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী, বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে গুরুতর আহত যাত্রী ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যায়। নিহত ইসলাম নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। 

আমতলী থানার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পিকনিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে উল্টে পড়ে এক ব্যক্তি নিহত ও ওই বাসে থাকা অপর ২৫ জন গুরুত্ব আহত হয়েছে। আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে