এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫০০ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশনের (নিজামপুর) একটি টিম পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকার মহিপুর থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে মহিপুর বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত শাপলা পাতা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল ঢাকা পোস্টকে বলেন, যে সকল জেলে সরকারের আইন না মেনে সমুদ্রে নিষিদ্ধ মাছ ধরবে তাদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।