এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে। পরে শেষ বিকেলে পার্শ্ববর্তী বাজারের বন্ধন ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।
মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিস-২ নামের আড়তে বিক্রির জন্য নিয়ে আসলে ৭ হাজার ৭০০ টাকায় ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী কবির। এ সময় মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করে আড়তে।
জেলে জামাল মাতুব্বর বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি, এ সময় অন্যান্য মাছের সাথে এ মাছটি জালে ধরা পড়ে। বড় মাছের দামও অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
বন্ধন ফিস-২ আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি ৭ হাজার ৭০০ টাকায় মাছটি কবির পাইকার নামের এক ব্যবসায়ী কিনেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি বেশি ধরা পড়বে।