শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ০৫:৩৩:৪৮

প্রবল স্রোতে সাগরে ভেসে যাচ্ছিলেন এক তরুণ, ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলেন জেলে

প্রবল স্রোতে সাগরে ভেসে যাচ্ছিলেন এক তরুণ, ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলেন জেলে

এমটিনিউজ২৪ ডেস্ক : কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। পরে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী পদক্ষেপে প্রাণে বেঁচে যান তিনি।

উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে গোসলে নামলে হঠাৎ সমুদ্রের স্রোতে ভেসে যান তানভীর।

স্থানীয় জেলে নিজাম হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এসময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থ আছে। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মণ্ডল জানান, তানভীর নামে এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। বিষয়টি অবগত হয়েছি, আমরা খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে