মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ০২:৪২:৪১

বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানির নিচে ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমি

বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানির নিচে ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমি

এমটিনিউজ২৪ ডেস্ক : অমাবস্যার জোয়ারে লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর সদর উপজেলার দশটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, মাছের ঘের ও সবজি ক্ষেত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সরেমজমিনে দেখা যায়, উপজেলার লোহালিয়া ইউনিয়নে নতুন করে বেরিবাঁধ ভেঙে ইদ্রাকপুর, কাকড়াবুনিয়া, দক্ষিণ লোহালীয়া, নাজির পুর গ্রামসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমি।

জানা যায়, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। নতুন করে তৈরি করা বিজতলা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
 
ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিস্ব হয়েছে শত শত পরিবার৷ সেইসঙ্গে নদীগর্ভে চলে গেছে এখানকার হাজারো মানুষের সাজানো স্বপ্ন। এরইমধ্য অনেকের চিরতরে মুছে গেছে অনেক ঘড়বাড়ি। হারিয়ে গেছে নানা ধরনের স্মৃতি৷ তাই আশ্বাস নয়, স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের।
 
স্থানীয় মো. কামাল হোসেন বলেন, ‘প্রতি বছর আমাদের বেড়িবাঁধ ভেঙে ঘড়বাড়িসহ ফসলি জমির অনেক ক্ষতি হয়। আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ।’

মো. সফিক বলেন, ‘এ বছর তিন একর জমিতে সবজি চাষ করেছি। কিন্তু নদীর পানিতে তলিয়ে গেছে। আমার লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে।’
 
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘বর্তমান ভাঙন পরিস্থিতি রোধে আমরা শিগগিরই অস্থায়ীভাবে কাজ করবো।’
 
তিনি আরও জানান, পটুয়াখালীতে মোট এক হাজার ৩৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্থ ৫ কিলোমিটার, বাকি ৬ কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে