এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। তাই প্রতিটি কর্মীকে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকতে হবে।
নেতাকর্মীদের প্রতি আরও বলা হয়েছে, জনগণের সঙ্গে ভদ্র, অমায়িক ও মানবিক আচরণ বজায় রাখতে হবে। জনগণই আন্দোলনের মূলভিত্তি—তাদের পাশে থেকে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের মাধ্যমেই দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।