সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ১০:১৫:১৩

একে একে পাঁচ সন্তানের জন্ম দিলেন ২৩ বছরের লামিয়া

একে একে পাঁচ সন্তানের জন্ম দিলেন ২৩ বছরের লামিয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। 

গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে। এটি লামিয়া আক্তারের প্রথম সন্তানপ্রসূতি।

লামিয়া আক্তার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে লামিয়ার সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়।
সোমবার সকালে প্রসব ব্যথা শুরু হলে তাকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করার কিছুক্ষণ পরেই দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে লামিয়া একে একে পাঁচ সন্তানের জন্ম দেন।

সন্তানদের বাবা সোহেল হাওলাদার জানান, আল্লাহর অশেষ রহমতে আমার পাঁচটি সন্তানই সুস্থ আছে। সবাই ভালো আছে। আমি আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে