শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ০৭:৪২:১৩

'আপনারা দয়া করে আর নিউজ করবেন না'

'আপনারা দয়া করে আর নিউজ করবেন না'

এমটিনিউজ২৪ ডেস্ক : অবমুক্তির পর পটুয়াখালীর বাউফলের আলোচিত সেই সাদা বকটি আবারও ফিরে এসেছে তার প্রিয় সঙ্গী হেমায়েত উদ্দিনের কাছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বকটি ব্যবসায়ী হেমায়েত উদ্দিনের বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে মসজিদের সামনে স্টেশনারির দোকানে ফিরে আসে।

এর আগে গত ২৭ অক্টোবর বন বিভাগের কর্মকর্তারা নুরাইনপুর বাজার ‘বকের বাড়ি’ নামে পরিচিত গাছটিতে বকটিকে অবমুক্ত করেন; কিন্তু অবমুক্তির পর থেকেই বকটি কিছু না খেয়ে নীরব ছিল। বকটি ছিল নিস্তেজ ও একাকী। বুধবার সন্ধ্যায় বকটি আবার হেমায়েত উদ্দিনের দোকানে ফিরে আসে। দোকানের সামনে এসে আগের মতোই হেমায়েতের পাশে দাঁড়িয়ে থাকে। এ দৃশ্য দেখে আশপাশের মানুষ বিস্মিত হন।

স্থানীয়রা বলেন, চার মাস আগে ঝড়ের সময় ‘বকের বাড়ি’ থেকে খানবাড়ি এলাকায় একটি বকের ছানা পড়ে যায়। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে হেমায়েত উদ্দিন উদ্ধার করেন। এরপর তিনি নিজের সন্তানের মতো পরিচর্যা করে বকটিকে সুস্থ করে তোলেন। এরপর থেকেই বকটি হেমায়েত উদ্দিনের সঙ্গে দোকানে বসবাস করছিল। দোকানদারের সঙ্গে বকের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষ যেখানে মানুষের প্রতি বিশ্বাস হারাচ্ছে, সেখানে একটি পাখি তার প্রিয় মানুষকে চিনে ফিরে এসেছে এটা সত্যিই আশ্চর্যের।

এ ঘটনায় আবেগাপ্লুত হেমায়েত উদ্দিন বলেন, আমি ভেবেছিলাম ও আর ফিরবে না; কিন্তু আল্লাহর রহমতে আমার সঙ্গীটা আবার ফিরে এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম না খেতে পেরে হয়তো মরেই যাবে।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, আপনারা দয়া করে আর নিউজ করবেন না। নিউজ করলে বকটির ক্ষতি হতে পারে। আপনারা জানেন, আমরাও জানি এতটুকুই থাক। যত বেশি নিউজ হবে, তত বেশি ওপর থেকে চাপ আসবে বকটি ছেড়ে দেওয়ার জন্য, আর এতে শেষপর্যন্ত বকটি মারা যেতে পারে। ওর মতো করে ওকে থাকতে দিন, আমরা ওদিকে আর নজর দেব না।

তিনি আরও বলেন, সরাসরি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বকটি যেহেতু কোথাও যাচ্ছে না, বাইরে থেকে খাবারও খাচ্ছে না, তাই ওকে হেমায়েতের কাছেই থাকতে দিন। ওর কাছে লালিত-পালিত হোক। ভবিষ্যতে বড় হলে এমনিতেই উড়ে চলে যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে