রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ০৮:১৩:১৮

আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির কলাপাড়া উপজেলার দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আজ রবিবার দুপুরে তারা বিএনপিকে যোগ দেন।

চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট ও সাবেক মেম্বার রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নতুনদের তিনি স্বাগত জানিয়ে দলে টেনে নিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন। যোগদানকে ঘিরে অফিস প্রাঙ্গনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে