বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ০২:১৮:৫২

রাস্তার ‘আত্মার মাগফেরাত’ কামনায় গায়েবানা জানাজা, জিলাপি বিতরণ!

রাস্তার ‘আত্মার মাগফেরাত’ কামনায় গায়েবানা জানাজা, জিলাপি বিতরণ!

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা রাস্তার ‘আত্মার মাগফেরাত’ কামনায় কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়েবানা জানাজা, দোয়া এবং জিলাপি বিতরণ করেছেন। 

এর আগে সকালে পরিদর্শনে এসে কাজের অনিয়ম প্রমাণিত হওয়ায় জেলা নির্বাহী প্রকৌশলী কাজ বন্ধ করে দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা-লেম্বুরবন সড়কের মাঝখানে দাঁড়িয়ে এই প্রতীকী গায়েবানা জানাজায় অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, উপকূলে ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এই জনপদের জন্য সমুদ্ররক্ষা বেড়িবাঁধের অংশ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই সড়কের নির্মাণেই দুর্নীতি করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্রের লবণাক্ত বালু, মানহীন ইট, অপরিকল্পিত নকশা এবং কম বিটুমিন ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় শিক্ষার্থী সিফাত বলেন, আমাদের চোখের সামনে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজে অনিয়ম হচ্ছে। আমরা এই অনিয়মের প্রতিবাদ করতে আজ গায়েবানা জানাজার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য—দেশের আর কোনো উন্নয়নমুলক কাজে যেন এমন দুর্নীতি না হয়।

এলজিইডি কলাপাড়া অফিস সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে লেম্বুরবনের শরীফপুর মাঝিাবাড়ি পয়েন্ট পর্যন্ত দুই হাজার ৭৫০ মিটার সড়ক পাকাকরণের জন্য এলজিইডি ২ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, যাদের চলতি বছরের ২৫ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো প্রায় ৪০ শতাংশ কাজ বাকি।

অভিযোগের বিষয়ে ঠিকাদার জসিম মৃধা দাবি করেন, তাকে ৪০ মিলি-এর বদলে ২৫ মিলি কার্পেটিং করতে বলা হয়েছে। এছাড়া মিষ্টি পানির ব্যবস্থা না থাকা এবং ১৫ কিলোমিটার দূর থেকে বালু এনে কাজ করতে হওয়ায় তিনি বিপাকে পড়েছেন।

এ বিষয়ে এলজিইডির পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসাইন আলী মীর বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। কিছু অনিয়ম পাওয়া গেছে। আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে