এমটিনিউজ২৪ ডেস্ক : মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে বরণ করে নেবে। মায়ের সেই স্বপ্ন পূরণে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী–সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামের প্রবাসী মো. আউয়াল মৃধা বাড়ি ফিরলেন হেলিকপ্টারে।
বুধবার সকালে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন। এরপর একটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নিজ গ্রামে এসে অবতরণ করেন। ওই গ্রামে প্রথম কোনো হেলিকপ্টার নামতে দেখল এলাকার মানুষ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারটি রামবল্লভ গ্রামে অবতরণ করলে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকারসহ গ্রামবাসী ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন।
প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে।
প্রবাসী আউয়াল মৃধা জানান, আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল—ছেলে একদিন বড় হবে কিছু করবে। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টারে বাড়িতে ফিরলাম। আমি প্রায় ২২ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্য করি। বর্তমানে আমরা তিন ভাই মালয়েশিয়াতেই আছি।
তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর তাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
হেলিকপ্টার অবতরণের সময় স্থানীয় গ্রামবাসী, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।