বুধবার, ১৮ মে, ২০১৬, ১০:০৫:০২

ব্রিজ যেন মরণ ফাঁদ, ভোগান্তিতে এলাকাবাসী

ব্রিজ যেন মরণ ফাঁদ, ভোগান্তিতে এলাকাবাসী

পটুয়াখালী : ১৫ বছর আগে এলজিইডির অর্থায়নে ব্রিজটি নির্মিত হয়। এরপর আর মেরামত না করায় দীর্ঘ ১৫০ ফুট লম্বা ব্রিজ এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। তবুও ঝুঁকি নিয়ে এটি ব্যবহার করছেন স্থানীয়রা। তাদের মধ্যে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন সাপুরিয়ার খালের ব্রিজের এই বেহাল দশা।

স্থানীয় জানান, ব্রিজটি মাঝখান থেকে হেলে পড়েছে। কংক্রিটের স্লিপার খুলে পড়ে যাচ্ছে। লোহার পাতগুলো বাকা হয়ে ভেঙে গেছে। এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পার হচ্ছে।

স্থানীয় হানিপ খাঁ জানান, অসুস্থ রোগী কিংবা ভারী কোনো মালামাল ইঞ্জিন চালিত নৌকাতে নিয়ে আসতে হয়। এ কারণে স্থানীয় লোকজনের ভোগান্তিসহ অতিরিক্ত অর্থ গুণতে হয়। এছাড়া ব্রিজটি পুরোপুরি ভেঙে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়বে।

সাবেক ইউপি সদস্য রুস্তম আলী মীর জানান, ব্রিজটি উত্তর দিকটা হেলে পড়েছে। যেকোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, প্রকল্প দেয়া আছে। বাজেট পাশ হলে উন্নয়ন কাজের সাথে এ ব্রিজটি করা হবে।

এলজিইডি’র  উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান জানান, পর্যায়ক্রমে উপজেলার সব ব্রিজ মেরামত করা হবে।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে