পিরোজপুর : কাপড়-চোপড় ছিঁড়ে ফেলায় বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েটি। এমন ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায়।
এক দুবাই প্রবাসীর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের ওপর হামলা ও শ্লীলতাহানি করে দুই বখাটে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করে বিপাকে পড়েছে ওই ছাত্রীর পরিবার।
বখাটেদের অব্যাহত হুমকিতে ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই স্কুলছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে ও সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) একই এলাকার আলম বেপারীর ছেলে ছোট্ট বেপারী (৩০) ও তার সহযোগী সোহাগ (২৩) দীর্ঘ দিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল।
গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে বখাটে ছোট্ট বেপারী ও সোহাগ প্রথমে তাকে কু-প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করায় দুই বখাটে মিলে ছাত্রীকে মারধর করে। একপর্যায় দুই বখাটে মেয়েটির শ্লীলতাহানি করে কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে।
এসময় চিৎকার করলে বখটেরা ওই ছাত্রীকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে ওই দুই বখাটেকে আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
ওই ছাত্রীর মা বলেন, বখাটেদের বিরুদ্ধে মামলা করে আরো বিপাকে পড়েছি। বাড়িতে এসে তারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
তিনি বলেন, আমি ও আমার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।
ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুর রাশেদ বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আন্দোলনের মত কর্মসূচি দেয়া হবে।
মঠবাড়িয়া থানান ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা থানায় মামলা করেছেন। আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
১৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম