মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৩:৪৮:৪৪

শিক্ষিকাকে কিল ঘুষি মারা সেই মা-মেয়ে গ্রেফতার

শিক্ষিকাকে কিল ঘুষি মারা সেই মা-মেয়ে গ্রেফতার

পিরোজপুর : পিরোজপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতালী খানমকে মারধরের ঘটনায় অভিযুক্ত দু নারীকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ফারজানা আক্তার শিমু ও মাহমুদা বেগম। সোমবার রাতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।

গতকাল সোমবার দুপুরে মিতালী খানমের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরের পর মিতালী খানম বাদি হয়ে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা ফারজানা আক্তার শিমু ও নানী মাহমুদা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
     
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শিক্ষিকাকে মারধর করে আহত করার ঘটনায় হওয়া মামলার আসামি ফারজানা আক্তার শিমু বিরুদ্ধে এর আগে সদর থানায় ৩টি মামলা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমু ও তার মাকে গ্রেফতার করা হয়।   

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সদর উপজেলার ৪৫ নং ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জেমি আক্তারের মা ফারজানা আক্তার শিমু ও তার নানী মাহমুদা বেগম বিদ্যালয়ে এসে পরীক্ষার রেজাল্ট নিয়ে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেমির মার্কশিট ছিঁড়ে ফেলেন তারা। এ সময় শিক্ষিকা মিতালী খানম প্রতিবাদ করলে শিক্ষার্থী জেমির মা ফারজানা আক্তার শিমু ও তার নানী মাহমুদা বেগম শিক্ষিকা মিতালী খানমকে কিল ঘুষি মারেন এবং দেয়ালের সাথে আঘাত করেন। বিদ্যালয়ের অন্য শিক্ষকরা আহত মিতালীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে