পিরোজপুর : পুকুরে ঝাঁকে ঝাঁকে ইলিশের কথা এর আগে শোনা না গেলেও এবার তা-ই ঘটেছে। অবশ্য দুই সপ্তাহ আগে পিরোজপুর জেলার ভান্ডরিয়া উপজেলার পশারিবুনিয়া ও ইকড়ি গ্রামের খালে দুটি ইলিশ মাছ ধরা পড়ার খবর জানা গিয়েছিল।
এবার পশারিবুনিয়া গ্রামে একটি বড় পুকুরে শনি ও রোববার দুদিনে ২৭টি ইলিশ পেয়েছেন পুকুর মালিক মিজানুর রহমান লাল মিয়া। পুকুরে ইলিশ মাছ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ব্রিটিশ সরকারের আমলে বিশুদ্ধ পানির অভাব মিটাতে সরকার ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া মৌজায় একটি পুকুর খনন করা হয়।
স্বাধীনতার পর থেকে গ্রামে গভীর ও নলকূপ স্থাপন করলে বিশুদ্ধ পানির অভাব কিছুটা পূরণ হলে গ্রামের অধিকাংশ মানুষ আর এ পুকুরের পানি পান না করায় জেলা পরিষদ পুকুরটি লিজ দিয়ে থাকে।
পুকুরটি এলাকার বাসিন্দা মৃত কাঞ্চন আলী মালের পুত্র মিজানুর রহমান লিজ নিয়ে মাছের চাষ করে আসছেন।
শনি ও রোববার পুকুরে মাছ ধরতে গেলে ২৭ ইলিশ ধরা পড়ে। মাছগুলো ৩ থেকে ৪শ' গ্রাম ওজনের বলে জানান মিজানুর রহমান লাল। এতে বেজায় খুশি পুকুর মালিকও
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম