পিরোজপুর থেকে : বরেণ্য শিক্ষাবিদ ও জনপ্রিয় উপন্যাসিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে ঠেকিয়ে রাখতে পারবে না। এমন সময় আসবে বাংলাদেশ ইউরোপের মত উন্নত দেশ হবে। তখন বিদেশীরা আমাদের দেশে চিকিৎসা নিতে আসবে।
পিরোজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তবে এ জন্য তোমাদের লেখাপড়া করতে হবে। তাহলেই দেশ পালটে যাবে। সেই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের পড়তে হবে। দেশকে নিজের মায়ের মতো ভালবাসতে হবে।
তিনি আজ বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে শিক্ষার্থী সমাবেশ ও তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদের স্মরণসভায় বক্তৃতাকালে এ কথা বলেন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক তার বাবার কবর জিয়ারত ও স্মরণসভায় অংশ নিতে আজ সকালে সপরিবারে পিরোজপুর পৌঁছেন। তার সঙ্গে তার ছোট ভাই জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবিব, বড় বোন সুফিয়া হায়দার ও তাদের দু’ভাইয়ের স্ত্রী, পুত্র ও কন্যারা রয়েছেন।
জাফর ইকবাল বলেন, শুধু আমার বাবাকে স্মরণ নয়, মুক্তিযুদ্ধে পিরোজপুরে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যককেই স্মরণ করতে হবে এবং তাদের মহান আত্মত্যাগের কাহিনী তোমাদের জানতে হবে।
পিরোজপুরে তার বাবা শহীদ ফয়জুর রহমান শুয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, এ জন্য পিরোজপুরকে তার নিজের জেলা মনে করেন। পিরোজপুরের সড়কগুলোকে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করায় তিনি অভিভূত হয়েছেন বলেও জানান।
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি