পিরোজপুর : আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার সংরক্ষিত আসনে দুই আওয়ামী লীগ নেতার স্ত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। একই দলের দুই নেতার স্ত্রী প্রার্থী হওয়ায় ভোটাররা চরম বিপাকে পড়েছেন। কাকে রেখে কাকে ভোট দেবেন এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের স্ত্রী ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পিরোজপুর জেলার শ্রেষ্ঠ করদাতা সাবিনা ইয়াসমিন (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের স্ত্রী সালমা বেগম (দোয়াত কলম) প্রতীক নিয়ে বিজয়ের লক্ষ্যে লড়ে যাচ্ছেন।
শীতকে উপেক্ষা করে প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে নানা প্রতিশ্র“তি নিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি। তাছাড়া জেলা আওয়ামী লীগ আমাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। সে ক্ষেত্রে জনপ্রতিনিধিরা যদি আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করেন আমি মঠবাড়িয়ার উন্নয়নে কাজ করে যাব।
জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলাকে ৩টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। মিরুখালী, ধানীসাফা, তুষখালী ও বড়মাছুয়া ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৩, মঠবাড়িয়া পৌরসভা, মঠবাড়িয়া সদর, দাউদখালী ও টিকিকাটা ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৪ এবং বেতমোর, আমড়াগাছিয়া, গুলিসাখালী ও সাপলেজা ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৫ গঠন করা হয়েছে। এই তিন ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত আসন গঠিত জেলা পরিষদ নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরাই ভোটার হওয়ায় মঠবাড়িয়া উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
২৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম