পিরোজপুর : পিরোজপুরে শুরু হলো তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হয় আঞ্চলিক ইজতেমার এই আয়োজন। এতে বিদেশি মুসল্লিরাও অংশ নিচ্ছেন।
পিরোজপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বলেশ্বর নদীর তীর খুমুরিয়া এলাকার লোপা ব্রিকস ফিল্ড ও নিকটবর্তী মাঠে এ তাবলীগ জামাতের আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।
লোপা ব্রিকসের মালিক নূরদিদা খালেদ রবি বলেন, তাবলীগ জামাতের আয়োজনে প্রথমবারের মতো পিরোজপুরে এ জেলা ইজতেমা হচ্ছে। ইজতেমায় মুসল্লিদের প্রবেশের জন্য ৮টি সড়ক নির্মাণ করা হয়েছে। তৈরি করা হয়েছে ৭শ অস্থায়ী শৌচাগার।
জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, ইজতেমাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরা, ৪টি পর্যবেক্ষণ টাওয়ার তৈরি, আর্চওয়ে স্থাপনসহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।
জেলা তাবলীগ জামাতের জিম্মাদার (আমীর) নুরুল হক বলেন, স্বেচ্ছাসেবকরা (সাথীরা) প্রায় ১ মাসধরে কাজ করে ৩০ একর জায়গায় প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন প্যানেল তৈরি করেছেন।
পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক বলেন, ইজতেমাস্থলে পিরোজপুর পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তদারকির জন্য একটি টিমও গঠন করা হয়েছে। মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
১৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম