বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ০৮:২৭:৫৫

মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের প্রতিহতের ঘোষণায় সংসদ সদস্য ডা. ফরাজীর নিরাপত্তা জোরদার

মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের প্রতিহতের ঘোষণায় সংসদ সদস্য ডা. ফরাজীর নিরাপত্তা জোরদার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ার সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে হত্যা চেষ্টার মামলায় সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের আসামী করে মামলা করায় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশে মামালা প্রতিহতের ঘোষণায় সংসদ সদস্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শহীদ মিনারে ডাকা প্রতিবাদ সমাবেশে আ’লীগের নেতা কর্মীরা যেখানেই এমপি ডা. ফরাজী সেখানেই প্রতিহতের ঘোষণা দেয়ার পর ওই রাতেই তার নিরাপত্তায় নিয়েজিত থাকা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া পিরোজপুর রিজার্ভ পুলিশের এএসআই মো. বাদশা মিয়ার নেতৃতে পাঁচ সদস্যের পুলিশ আজ বুধবার সকালে ডাক বাংলোয় অবস্থান নিয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর সোমবার থেকেই এমপির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সব ধরনের সহিংসতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে অবরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগে সোমবার সন্ধ্যায় এমপির ব্যক্তিগত সহকারী মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলায় সাপলেজা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক সমীর সাহা, ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফারুক পহলান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সওগাতুল আলম সুমন, ও সাধারণ সম্পাদক পলাশ মিয়াসহ ১০জন এজাহার নামীয় ও ২৫জন অজ্ঞাতনামাসহ  ৩৫ জনকে আসামী করে  মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সোমবার দুপুরে স্থানীয় সাপলেজা মডেল হাই স্কুলে জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও উদ্ভুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তার বক্তব্যের পূর্বেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি  মিরাজ মিয়ার নির্দেশে উল্লেখিত আসামীরা দেশীয় অ¯্র, রড ও বাঁশের লাঠি নিয়ে উক্ত অনুষ্ঠান বানচালসহ এমপিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এসময় বাধা দিলে তার সমর্থক মো. জয়নাল (৪৮) ও মো. ইসমাইল (৩২) ওই হামলায় আহত হয়। মামলায় আরও বলা হয় আসামীরা তার সমর্থক হরিদাসের ১ভরি ওজনের স্বর্নের চেইন ও অন্য স্বাক্ষী মিরাজের পকেটে থাকা ২০হাজার ২শত ১০টাকা ছিনিয়ে নেয়।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মিরাজ মিয়া তার বিরুদ্ধে ইন্দনের  অভিযোগ অস্বীকার করে বলেন, কোমল মতি তিন শতাধিক শিক্ষার্থীর ক্লাস ক্ষমতার দাপটে বন্ধ করে মেঝেতে বসিয়ে তাদের সামনে মাইকে এমপি ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী বলায় স্থানীয়রা ক্ষেপে গিয়ে সমাবেশ করে। ওই সমাবেশেকে কেন্দ্র করে এমপি প্রভাব খাটিয়ে ছাত্রলীগ-যুবলীগকে আসামী করে হয়রানি করার জন্য একটি মিথ্যা হত্যার চেষ্টা মামলা করেছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে