পিরোজপুর থেকে : প্রেমিক অন্যত্র বিয়ে করায় প্রেমিকা মাদরাসা ছাত্রী ফজিলা আক্তার (১৬) গতকাল সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে বুধবার জেলা মর্গে প্রেরণ করেছে।
ফজিলা পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ছোট হারজী দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী ও দাউদখালী গ্রামের কবির খানের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেবত্র গ্রামের হাবিব খানের ছেলে চাচাতো ভাই রাজুর সঙ্গে মাদরাসা ছাত্রী ফজিলা আক্তারের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমিক রাজু অন্যত্র বিয়ে করায় ক্ষোভে-দুঃখে ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে চালের পোকা নিধনের ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মঙ্গলবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার এসআই রমিজ জাহান জুম্মা প্রেম ঘটিত কারণে ওই ছাত্রীর আত্মহত্যার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এমজমিন
এমটিনিউজ/এসবি