পিরোজপুর, প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সুজন হাওলাদার (১০) নামের একটি শিশু পথ হারিয়ে এখন বাবা-মায়ের কাছে ফিরতে চায়। গত চার দিন ধরে শিশুটি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে ময়মনসিংহ শহরের একটি চায়ের দোকানে কাজ করত। সেখান থেকে ট্রেনে চড়ে পথ হারিয়ে মঠবাড়িয়ায় চলে আসে।
সুজন জানায়, তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছিলামপুর গ্রামে। তার বাবা সুলতান হাওলাদার ও মা ফাতেমা বেগম। সে ময়মনসিংহ রেল স্টেশনে একটি চায়ের দোকানে কাজ করত। সেখানে গত ১৫ দিন আগে সে ট্রেনে উঠলে ট্রেন ছেড়ে দেওয়ায় আর নামতে পারেনি। পরে সে খুলনা শহরে চলে আসে। খুলনা শহরে অনেক ঘোরাঘুরির পর সে স্টিমারে উঠে পিরোজপুরের মঠবাড়িয়ার মাছুয়া স্টিমারঘাটে নেমে মঠবাড়িয়া শহরে চলে আসে। গত রবিবার শিশু সুজন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল।
স্থানীয় পিযুষ মিস্ত্রী নামের এক যুবক তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি বলে, "আমি পথ ভুলে এসেছি। গত ৪-৫ দিন ধরে কিছু খাইনি। " পরে পিযুষ ছেলেটিকে খাবার খাইয়ে মঠবাড়িয়া থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার এসআই মো. ওসমান গণি জানান, শিশুটি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার থেকে হাসপাতালে ভর্তির পর পথহারা সুজনের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে শিশুটিকে প্রকৃত বাবা-মায়ের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে। কেউ সন্ধান পেলে মঠবাড়িয়া থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস