নিউজ ডেস্ক: মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাজেনুর আক্তার (১৩) নামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তাজেনুর স্থানীয় থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ও সবুজনগরের মৃত সৈয়দ আলীর মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, অভাবের সংসারে তাজেনুর লেখাপড়া ছেড়ে মা তাছলিমা বেগম(৩০) এর সাথে ঝিয়ের কাজ করতো। এরই মধ্যে তাজেনুর এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সোমবার রাতে প্রেমিকের সাথে তাজেনুরের মুঠোফোনে কথাকাটাকাটি হয়। প্রেমিকের সাথে অভিমান করে তাজেনুর মঙ্গলবার দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়।
প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল হতে শিশুটির লাশ বাড়িতে নিয়ে গেলে থানা পুলিশ সন্ধ্যায় বাড়ি থেকে তাজিনুরের লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর লাশ ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।-আলোকিত মঠবাড়িয়া
২৭ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর