সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ১০:০৭:১১

বোরকা পরে প্রেমিকার বাড়িতে প্রেমিক, তারপর…

বোরকা পরে প্রেমিকার বাড়িতে প্রেমিক, তারপর…

নিউজ ডেস্ক :  পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাঈম ইসলাম মীর (১৯) নামের এক প্রেমিক যুবক বোরকা পরে প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে জনতার হাতে আটক হয়েছে।

এ কারণে তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন গিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত নাঈম ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামের মো. রুহুল আমীন মীরের ছেলে। সে উপজেলার বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামের মো. রুহুল আমীন ছেলে স্কুলছাত্র নাঈম ইসলাম মীর একই পার্শ্ববর্তী বোথলা গ্রামের তার কথিত প্রেমিকা কলেজছাত্রীর বাড়িতে যাচ্ছিল। এ সময় সে বোরকা পরিহিত অবস্থায় মাদ্রাসার শিশু শ্রেণির এক ছাত্রকে সঙ্গে নেয়।

বোথলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে পথচারীদের সন্দেহ হলে বোরকা পরিহিত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় পরিধেয় বোরকা জনতা খুলে ফেলে। পরে তাকে স্থানীয়রা মিলে আটক করে রাখে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে বোরকাসহ আটক করে। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে