পিরোজপুর : জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছেন। মঠবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ন নাজমুল আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরশাদ আজ দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে মঠবাড়ীয়ায় পৌঁছবেন। তার সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা থাকবেন। দুপুর দুইটায় তিনি শহীদ গোলাম মোস্তফা খেলার মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ’
অন্যদিকে পোস্টারে নাম না থাকায় জাতীয় পার্টির জেলা আহ্বায়ক মুকুল আহমেদ বাদশা ক্ষোভ প্রকাশ করে বলেন,‘এরশাদের সফর সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। আমাকে বলা উচিৎ ছিল। জেলার নেতাদের সঙ্গে উনার কথা বলা উচিৎ ছিল। সবাইকে নিয়ে দলীয় চেয়ারম্যান মঠবাড়ীয়া সফরের আয়োজন করলে কর্মসূচি আরও সুন্দর হতো এবং লোকজনের উপস্থিতিও বেশি হতো।’
তিনি আরও বলেন,‘আমার ঘরের মধ্যে জাতীয় পার্টির অফিস দিয়ে রেখেছি। দশ বছর ধরে আমি মঠবাড়ীয়া জাতীয় পার্টির হাল ধরে আছি। জাতীয় পার্টির এমন কোনও কর্মসূচি নাই যে আমি করি নাই। হঠাৎ করে এক জন জাতীয় পার্টিতে যোগ দিয়ে,ওনাকে উড়াল দিয়ে নিয়ে যাচ্ছে এটা সাংবিধানিকভাবে কিছু হল। অসাংবিধানিক কোনও কাজের সঙ্গে আমি নাই। তাতে দলে থাকি আর না থাকি।’
২০১৪ সালের নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রস্তুম আলী ফরাজী সম্পর্কে তিনি বলেন,‘সে তো আসে আর যায়। এই নিয়ে তিনবার জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। গেল বছরের ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় এরশাদের উপস্থিতিতে জাতীয় পার্টিতে যোগদান করেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। রস্তুম আলী ফরাজী তো বার বার হেনস্তা হচ্ছেন। তিনি আবার আওয়ামী লীগের ডাক পেলে সেখানে চলে যাবেন। ’
তবে এ ব্যাপারে মঠবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাজমুল আহসান কবির বলেন,‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মঠবাড়ীয়া সফর সম্পর্কে জেলা আহ্বায়ক মুকুল আহমেদ বাদশাকে জানানো হয়েছে।’
পোস্টারে কেন নাম নেই তা জানতে চাইলে তিনি বলেন,‘ঢাকা থেকে পোস্টার করা হয়েছে। ভুলে জেলা আহ্বায়ক মুকুল আহমেদ বাদশার নাম বাদ পড়েছে। ডাক্তার রস্তুম আলী ফরাজী তিনবার জাতীয় পার্টিতে যোগ দিয়েছে এ কথা নাজমুল আহসান কবিরও বলেছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর