মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১৩:৩৮

জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায়: এরশাদ

জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায়: এরশাদ

পিরোজপুর: জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ার শহীদ গোলাম মোস্তফা খেলার মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় আসার পথে জাতীয় পার্টির নেতাকর্মীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘জনসভায় আসার পথে আমার নেতাকর্মীদের কেন বাধা দেওয়া হলো? জনসভার ব্যাপারটা আমি প্রশাসনকে জানিয়েছিলাম। তারা (প্রশাসন) জানে, আমি আসব। তারপরও আমার নেতাকর্মীদের বাধা দেওয়া ঠিক হয়নি। মনে রাখতে হবে, জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায়। জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ সংসদে আছে।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালেও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলাম আমরা। ওই সময় বিএনপির পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব এসেছিল, আপনি প্রধানমন্ত্রী হন। তবু আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন না; ওদের সমর্থন দেবেন না। এরপরও আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলাম। প্রতিদানে কিছুই পাইনি। তারাও আমাকে জেলে দিয়েছিল। তারাও আমাকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছিল।’

এরশাদ বলেন, ‘কেউ-ই আমাদের বন্ধু নয়। আমাদের বন্ধু কেবল জনগণ। যতদিন জনগণ আমাদের সঙ্গে থাকবে; তাদের ভালোবাসা থাকবে, ততদিন আমাদের কেউ হেয় করতে পারবে না।’

তিনি বলেন, ‘২০০৬ সালে আমরা মহাজোট গঠন করেছিলাম। এর আগে কিন্তু আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। একবার তারা পেয়েছিল, ৭০ আসন। আরও একবার পেয়েছিল, ৩৯ আসন। আমরা মহাজোট গঠন করার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তাই বলছি, ভুলে যাবেন না, জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমাদের হেয় করবেন না। আমাদের ওপর অত্যাচার-অবিচার করবেন না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি না থাকি, নির্বাচনই হবে না। আর নির্বাচন না হলে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আজকের এই জনসভা সফল করার জন্য সহযোগিতা করা উচিৎ ছিল। কিন্তু তা না করে বাধা দেওয়া হয়েছে। সরকারের কাছে আমার দাবি, যারা বাধা দিয়েছে, তাদের বিচার করা হোক।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আর আওয়ামী লীগকে দেখা যাবে না। কত বড় কথা। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা শান্তি ও উন্নয়নে বিশ্বাস করি। আমরা হরতাল, মানুষ গুম-খুনেও বিশ্বাস করি না।’

এরশাদ বলেন, ‘মানুষ এখন মনে করছে, পরিবর্তনের দরকার। এই দুই দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) দিয়ে তা হবে না। এই দুই দলই এখন জাতীয় পার্টিকে পাশে চাইছে। কিন্তু আমরা জানি, যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে তা আওয়ামী লীগের জন্য নিরাপদ হবে না। আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তবে তা বিএনপির জন্য নিরাপদ হবে না। কিন্তু আমরা ক্ষমতায় আসলে তা সবার জন্য নিরাপদ হবে। আমরা ছাড়া কেউ মানুষকে শান্তি দিতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলাম, রক্তপাত চাইনি। কথা ছিল, আমাকে নির্বাচন করতে দেবে। কিন্তু শেষপর্ষন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হলো না। আমাকে  জেলে পাঠানো হলো। আমার অনেক নেতাকর্মীকে জেলে পাঠনো হলো। কারাগারে থাকাকালে ঠিকমতো আমার চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। অনেকে চেয়েছিল, এরশাদ মরুক। এরশাদ মরে নাই। এরশাদ বেঁচে আছে। লাখো মানুষের সামনে বক্তব্য রাখছে।’

এরশাদ বলেন, ‘বয়স অনেক হয়েছে। কিন্তু জাতীয় পার্টিকে ক্ষমতায় না দেখা পর্যন্ত আমি নিজেকে বৃদ্ধ মনে করি না।’

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন– দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজী। সভা পরিচালনা করেন নুরুজ্জামান লিটন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে