মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাক ও ভেকুসহ খালে ভেঙে পড়ে গেছে তুষখালী বেইলি ব্রিজটি। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস বন্দর পাথরঘাটাসহ ১২টি রুটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঠবাড়িয়ায় ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে খালে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর চরখালি পাথরঘাটা বন্দর সড়কের এ ব্রিজে ট্রাক ও একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) একসঙ্গে উঠলে বিকট শব্দে ব্রিজটি খালে ভেঙে পড়ে। তবে ট্রাক ও ভেকুর চালকসহ অন্যরা নিরাপদে উপরে উঠে আসতে পেরেছেন।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব এটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর