নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলের শরিকদের মনোনয়ন চূড়ান্ত করে চিঠি দিয়েছে বিএনপি। চিঠি পেয়েছেন জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী।
শামীম পিরোজপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। গতকাল রাতে ধানের শীষের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়।
২০ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো এ দলটি সবশেষ ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় নির্বাচন করেছিল।
মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডিত হয়ে সাঈদী এখন কারাবন্দি। সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান।
পিরোজপুর-১ আসনে ১৯৯১ সালে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রয়াত সুধাংশু শেখর হালদার। ৯৬ সালে তাকে হারিয়ে জয়ী হন জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০১ সালেও আসনটি সাঈদী পান।
এবার সেই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম।-কালের কণ্ঠ