পিরোজপুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম প্রতিশ্রুতি দিয়েছেন, তার দ্বারা কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না। তিনি বলেন, ‘কে বিএনপি করেন, কে ওয়ার্কার্স পাটি করেন, কে আওয়ামী লীগ করেন, কে অন্য দল করেন, সেটা মুখ্য হবে কেন? রাজনীতি হবে দেশের মানুষের সেবার জন্য। সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি কিনা রাজনীতিতে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী হওয়ার পর বুধবার (২৩ জানুয়ারি) রাতে প্রথমবারের মতো পিরোজপুর পৌঁছান শ ম রেজাউল করিম।