ফাঁকা মাঠে ওরা ভাগ্যবান তিনজন
পিরোজপুর প্রতিনিধি : খেলা জমার আগেই ফাঁকা মাঠে গোল দিলেন ওরা তিনজন। ঘটনাটি পিরোজপুর পৌরসভায়। মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ভাগ্যবান দুজন।
একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান মানিক প্রার্থিতা প্রত্যাহার করায় ফাঁকা মাঠে গোল দিলেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মালেক।
কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এখন শুধু সরকারিভাবে ঘোষণার অপেক্ষা।
রোববার পিরোজপুর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিক রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান মানিক প্রার্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হাবিবুর রহমান মালেককে নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে একই পৌরসভায় সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মিনারা বেগম ও হাফিজা আখতার খুশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�