পিরোজপুর: আপন ভাইয়ের মেয়েকে ধ'র্ষণের পর হ'ত্যার অপ'রাধে একজনকে মৃ'ত্যুদ'ণ্ড দিয়েছেন পিরোজপুর নারী ও শিশু নি'র্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সেইসঙ্গে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ চা'ঞ্চল্যকর মামলার রায় দেন বিচারক মো. মিজানুর রহমান। দ'ণ্ডপ্রাপ্ত আসামি জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ নুর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণির ছাত্রী আমেনাকে (১৪) বাঁশবাগানে ডেকে নিয়ে ধ'র্ষণের পর হ'ত্যা করে বাড়ির পাশের খালে ফে'লে দেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার ম'রদে'হ উদ্ধার করে।