পিরোজপুর : এমপির জন্য অপেক্ষায় থেকে রোদে পুড়ে জ্ঞান হারায় অর্ধশতাধিক ছাত্রী। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পিরোজপুর জেলা সদরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে।
জাতীয় সংগীত পরিবেশনকালে ওই বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।
জানা গেছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ সাড়ে ৮টার মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে বলা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষের এ নির্দেশনা অনুযায়ী ছাত্রীরা যথাসময়ে বিদ্যালয়ে হাজির হয়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একে এম এ আউয়ালকে স্বাগত জানানের জন্য অপেক্ষা করতে থাকে।
এরপর বেলা সাড়ে ১১ টায় এমপি উপস্থিত হলে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের জন্য দাঁড় করানো হয় শিক্ষার্থীদের। জাতীয় সংগীতের প্রথম চার লাইন গাওয়ার পরই লাইনে দাঁড়ানো ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে যায়। এসময় এমপি আউয়াল ছাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠাতে বলেন।
এসময় অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বেলা একটা পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় অর্ধশতাধিক।
সকাল থেকে রৌদে দাঁড়িয়ে থাকায় ক্লান্ত হয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে বলে শিক্ষার্থীদের অনেকে জানিয়েছে। এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।
স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম হাওলাদার বলেন, মেয়েরা সকালে প্রাইভেট পড়ে খালি পেটে স্কুলে আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানির ব্যবস্থা না থাকার ব্যাপারে কোন সদোত্তর দিতে পারেননি তিনি।
০৭ মে২০১৪/ এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম/