শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ১১:৫১:৪৬

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

পিরোজপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ায় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।  

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ায় স্থানীয়রা নাসির উদ্দিন শেখ (২০) নামে এক যুবক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ  ঘটনা ঘটে শুক্রবার বিকেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাসির উদ্দিন শেখ তার ফেসবুক আইডিতে ‘পত্তাশী ইউনিয়ন ছাত্রদল’ নামে একটি পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে।  পরে স্থানীয়রা তা দেখে নাসিরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নিজামুল হক জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় তাকে আটক করা হয়েছে।
তথ্য-প্রযুক্তি আইনে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে