সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আসাদুর রহমান (৬)আব্দুর সবুর মোল্যার ছেলে এবং মনিরা (৪) মমিনুর মোল্যার মেয়ে। আসাদুর ও মনিরার চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। ওই সময় দুই ভাই-বোন খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
২০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম