সাতক্ষীরা : সাতক্ষীরায় ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণ ও একটি মটরসাইকেলসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের তলুইগাছা সীমান্তের বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ওলিউজ্জামান কেড়াগাছি এলাকার শফিকুল ইসলামের ছেলে।
তলুইগাছা বিজিবি ক্যাম্পর হাবিলদার আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা সামসুল আমল জানান, তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ওলিউজ্জামানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম