রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪১:২১

নারী এমপির ছেলে রুমন গ্রেফতার

নারী এমপির ছেলে রুমন গ্রেফতার

সাতক্ষীরা : সাতক্ষীরার সংরক্ষিত আসন-৩১২ এর সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমনকে একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
রোববার বেলা দেড়টার দিকে শহরের চৌরঙ্গী মোড় এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আলী আহমেদ হাশমির নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ সদস্য জুলফিকার রহমান উজ্জ্বলকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারপিট করেন রুমন এবং তার সহযোগীরা। এ সময় ঠেকাতে গিয়ে আহত হন উজ্জ্বলের সহযোগী মিলন, কালাম, ফারুক ও সালামসহ কয়েকজন।
 
এ ঘটনায় পরদিন সাতক্ষীরা সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন জুলফিকার আলী জুয়েল।
 
এই মামলায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
পুলিশ জানিয়েছে, জুলফিকার রহমান উজ্জ্বলকে লোহার রড দিয়ে মারধরের পর রাতে নেশাগ্রস্ত অবস্থায় একটি মিনি পাজেরো চালিয়ে ভোমরা স্থলবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন রুমন। এতে তিনি অক্ষত থাকলেও গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিধ্বস্ত অবস্থায় গাড়িটি ফেলে তিনি আরেকটি গাড়ি নিয়ে চলে আসেন শহরতলির মাগুরায় সোনা চোরাচালানি মিলন পালের বাগানবাড়িতে। এসময় অপরিচিত এক নারীকে নিয়ে রাত কাটানোর পর ১২ সেপ্টেম্বর সকালে রুমনের অবস্থান সম্পর্কে জানাজানি হলে আগের দিনের যুবলীগ নেতাকে মারপিটের প্রতিশোধ হিসেবে গ্রামবাসী তাকে ঘিরে ফেলেন।
 
এক পর্যায়ে জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ এবং পৌর যুবলীগ আহ্বায়ক মনোয়ার হোসেন অনু তাকে উদ্ধার করেন। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হন রুমন।
 
এছাড়া, সাতক্ষীরার নারী সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রুমনের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও সরবরাহ, নারী কেলেংকারি, জবর-দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। -যুগান্তর।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে