শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৯:৩৩:০৬

রাস্তার মাঝে বখাটেরা চুল কেটে নেয়ায় সুন্দরী কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাস্তার মাঝে বখাটেরা চুল কেটে নেয়ায় সুন্দরী কলেজ ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ডিগ্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে মারপিট ও মাথার চুল কেটে দেয়ায় লজ্জা অপমানে আত্মহত্যা করেছে জয়শ্রী চক্রবর্তী (১৭) নামের এইচএসসি ১ম বর্ষের এক সুন্দরী কলেজ ছাত্রী।

সে শ্যামনগর উপজেলার বয়ারশিং গ্রামের মাখন চক্রবর্তীর কন্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার নওয়াবেঁকী বাজারের বাঁশ হাটের পাশে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে, যার নং- ২১, তারিখ- ২৭/১০/২০১৭।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ডিক্রি কলেজ থেকে বাড়ি ফেরার পথে নওয়াবেঁকী বাজারের বাঁশ হাটার নিকট পৌঁছালে একই উপজেলার বড় কুপট গ্রামের রঞ্জন মন্ডলের পুত্র বখাটে শেখর মন্ডল সহ ৩ জন যুবক মিলে জয়শ্রী চক্রবর্তীর গতিরোধ করে গালে থাপ্পর মেরে ওড়না কেড়ে নেয়।

এসময় তাদের কে বাঁধা দিলে রখাটেদের হাতে থাকা কাইচি দিয়ে ওই কলেজ ছাত্রীর মাথার চুল কেটে দেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। এঘটনা বাড়ীতে যেয়ে জয়শ্রী কাউকে কিছু না জানিয়ে তাদের পারিবারিক ঠাকুর ঘরে প্রবেশ করে আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

এসময় পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা খারাপ হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা মাখন চক্রবর্তী বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছে।

এদিকে ঘটনার পর থেকে লম্পট শেখর গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে নিহতের পিতা মাখন চক্রবর্তী জানান, বখাটে শেখর মন্ডল পয়সা আলা এবং প্রভাবশালী হওয়ায় বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণ নাশের হুমকি দেয়। এ কারণে থানায় মামলা করতে বা সাংবাদিকদের জানাতে দেরি হয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে