সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২
আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর মহাসড়কের (সাতক্ষীরা সদর উপজেলার ) ছয়ঘরিয়া-লাবসা এলাকায় পরিবহনের ধাক্কায় এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় মারাত্মক আহত হয়েছেন দু’জন মটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম ইউসুফ হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ইউসুফ অপর দু’জন মটরসাইকেল আরোহীকে নিয়ে সাতক্ষীরার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন মটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ইউসুফ ঘটনাস্থলে নিহত হন। আহত হন দু’মটরসাইকেল আরোহী। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস