সাতক্ষীরা : শ্রমিক সেজে নির্মাণাধীন সেতুর ঢালাই কাজে অংশ গ্রহণ নেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার। এভাবেই বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা নদীর ওপর সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন তিনি।
এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় তিন কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সেতুর ঢালাই কাজ উদ্বোধনের পর এমপি এসএম জগলুল হায়দার বলেন, আমি জনগণের মানুষ, জনগণের প্রতিনিধি। ঢালাই কাজের উদ্বোধনকালে শ্রমিকদের উৎসাহিত করতে আমি নিজেই কাজে নেমে পড়ি। যেকোনও সময় যেকোনও প্রয়োজনে সব সময় আমি মানুষের পাশে আছি, আগামীতেও থাকবো। সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।