সাতক্ষীরা থেকে : মাইকিং করে কিংবা দলীয় নেতা-কর্মীর মাধ্যমে বার্তা পাঠিয়ে নয়, নিজেই মাইলের পর মাইল পায়ে হেঁটে উপকূলীয় বেড়িবাঁধ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করছেন সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের এমপি এসএম জগলুল হায়দার।
বৃহস্পতিবার সকাল থেকে নিজ নির্বাচনী এলাকার উপকূলীয় মুন্সিগঞ্জ ইউনিয়ন, বুড়িগোয়ালিনি, গাবুড়া, পদ্মপুকুর, রমজাননগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাইলের পর মাইল পায়ে হেটে মানুষজনকে প্রবল ঘূর্ণিঝড় “ফণী”র আঘাত সর্ম্পকে সচেতন করছেন এবং শিশু, বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পাঠানোর আহ্বান জানাচ্ছেন।
এ প্রসঙ্গে এমপি জগলুল হায়দার বলেন, প্রবল ঘূর্ণিঝড় “ফণী”-এর কারণে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উপকূলীয় জেলা সাতক্ষীরার ৪ নং বিপদ সংকেত উঠিয়ে ৭নং বিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তাই নিজ নির্বাচনী এলাকার প্রত্যন্ত এবং উপকূলীয় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধসমূহ পরিদর্শন করে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সচেতন করছি। শিশু ও বৃদ্ধদের দ্রুততম সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পাঠানো অনুরোধ করছি।