সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল ইসলাম তুষারকে কুপিয়ে হাতের আঙুল কেটে নিয়েছে বলে বর্তমান ছাত্রলীগের সভাপতি সাগর ও সাধারন সম্পাদক নাইস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুষারের ডান হাতের ৪টি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
বর্তমানে তুষারকে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তুসারকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তুষারকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। শনিবার দুপুরে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
তুষারের মা সেলিনা খাতুন বলেন, সম্প্রতি জমি নিয়ে আমার ছেলের সাথে স্থানীয় মিন্টুর বিরোধ চলছিল। শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইসের নেতৃত্বে মিন্টু ওই জমি দখল করতে যায়। এ সময় তুষার বাঁধা দিতে গিলে তাকে পিটিয়ে আহত করে ও রামদার কোপে চার আঙ্গুল কেটে নেয় সাগর ও নাইস বাহিনী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।