সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এ নামাজে মাওলানা মহব্বত আলী ইমামতি করেন।
জামায়াতে বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের শতাধিক মানুষ নামাজ আদায় করেন।
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন বাংলাদেশের বেশকিছু এলাকার মানুষ।