নিউজ ডেস্ক : সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়ে টয়লেটেও মশারি! ডেঙ্গুর ভয়ে বাড়ির টয়লেটে মশারি লাগিয়ে আলোচিত সমালোচিত এবং খানিকটা রসিকতার শি'কার হয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোড়াপোতা গ্রামের বাসিন্দা সুমন হোসেন। সম্প্রতি দেশব্যাপী এডিস মশার প্রকোপ থেকে নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করতে তিনি এ ব্যবস্থা নিয়েছেন।
স্থানীয় নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। স্থানীয় বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়েবুর রহমান জানান, এখন পর্যন্ত কালীগঞ্জে ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। ডেঙ্গুতে উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে আলমগীর গাজী (১৪) মা'রা গেছেন।