সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২০:০৪

সাতক্ষীরায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী

 সাতক্ষীরায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী

আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সাতক্ষীরা পৌরসভা হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাক্তন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন মিলি, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মমতাজুল নাহার ঝরনা ও পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে ময়না রানী, সমাজসেবায় মাফুজা খাতুন, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী জাহানারা খাতুন, সফল জননী হিসেবে উষা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন গড়ায় রওশানআরা পারভীনকে জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে