সাতক্ষীরা থেকে : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হ'ত্যা মামলার আসামি মো. শামিম বিল্লাহ (২১) কে সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে তাকে আ'টক করা হয়। শামিম বিল্লাহ ওই গ্রামের আমিনুর রহমান ওরফে বাবলু সরদারের ছেলে। শামিম বিল্লাহ বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকালে ঢাকা থেকে আসা ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল শামিম বিল্লাহকে আ'টক করেছে। আ'টকের পরপরই শামিম বিল্লাহকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।