সাতক্ষীরা থেকে : প্র'ব'ল ঘূর্ণিঝড় বুলবুল-এর সম্ভাব্য আ'ঘা'ত মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরে সেনা মোতায়েন করা হয়েছে। রাতে মেজর তানজিরের নেতৃত্বে ৬৬ সদস্যের একদল সেনা সদস্য পৌঁছেছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সেনাবাহিনীর ১০০ সদস্যের দুটি টিম যশোর থেকে রওনা হয়। তারা দুর্যোগপূর্ব ও দুর্যোগ পরবর্তী মানুষকে উদ্ধারসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
এ ছাড়া ক্যাপ্টেন জিসানের নেতৃত্বে ৫৭ সদস্যের আরও একটি টিম এর কিছু সময় পর পৌঁছেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিকে বুলবুল মোকাবেলায় শ্যামনগর ও আশাশুনিতে বিপুলসংখ্যক পুলিশ-আনসার-বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে।
তারা ঝুঁ'কিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে দু'র্গ'তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া এমনকি তাদের মাঝে খাবার বিতরণের দায়িত্ব পালন করছেন। কোস্টগার্ড বনবিভাগ আনসার সদস্যরাও কাজ করছেন।
এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও, সিপিসি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও তাদের সহকর্মীরা একযোগে উদ্ধার কাজে নেমেছেন।