তালা উপজেলা ছাত্র কল্যান সমিতির শীতবস্ত্র বিতরণ
সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ঢাকাস্থ তালা উপজেলা ছাত্র কল্যান সমিতি উদ্দ্যেগে ও গ্রীন ক্লাব তালা এর বাস্থবায়নে শীতার্থ অসহায়, দলিত ও বন্যকবলিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকালে কপোতক্ষ ক্লাব চত্ত্বরে তালা মেলা বাজার ২০০টি কম্বোল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক সভা ঢাকাস্থ তালা উপজেলা ছাত্র কল্যান সমিতি সিনিঃ সহ সভাপতি মোঃ দিদারুল ইসলাম সভাপতিত্বে ও সাধারন সম্পদক মারুফ-উল- ইসলাম অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বোল বিতরণ করেন, তালা উপজেলা পরিষদ, চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সগীর মিয়া,খলিলনগর ইউনিয়ন চেয়্যারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন চেয়্যারম্যান গোলাম মোস্তফা, তালা মহিলা ডিগ্রী কলেজ অধ্যাক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিাযোদ্ধা কলেজ অধ্যাক্ষ মোঃ এনামুল হোসেন,তালা সরকারী কলেজ ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ হাবিব সাতক্ষীরা উন্নয়ন সংস্থা পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা মহিলা ডিগ্রী কলেজ উপাধ্যাক্ষ মোঃ সফিকুল ইসলাম, তালা সরকারি কলেজ প্রভাষক জয়দেব কুমার ঘোষ, ঢাকাস্থ তালা উপজেলা ছাত্র কল্যান সমিতি সভাপতি মোঃ ইকবাল হোসেন, তালা গ্রীন ক্লাব প্রধান উপদেষ্টা শাহানেওয়াজ কবীর শাওন, সভাপতি রেন্টু, সাধারন সম্পাদক খন্দকার আবু মুক্তাদির মাসুম প্রমূখ।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�