প্রেসক্লাব এলাকা থেকে বিএনপি নেতা আটক
সাতক্ষীরা : নববর্ষের প্রথমদিনে সাতক্ষীরায় নবনির্বাচিত মেয়রের সাথে সাংবাদিকেদের মতবিনিময়কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এসময় পুলিশ ঘন্টাব্যাপী প্রেসকাব ঘেরাও করে রাখে।
আজ শুক্রবার পৌনে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসকাবের গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, যুবদল নেতা কামরুজ্জামান কামু, মানিক, মহসিনসহ সাত জন।
তারা নবনির্বাচিত মেয়রের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে প্রেসকাবে আসার সময় প্রেসকাব গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপরে নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতী জানান, পূর্ব নিধারিত কর্মসূচি অনুযায়ী সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় প্রেসকাবে ঢোকার প্রাক্কালে পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ ৭ নেতাকর্মীকে আটক করে।
প্রায় ঘন্টাব্যাপী পুলিশ প্রেসকাব অবরুদ্ধ করে রাখে বলে জানান তিনি। তিনি অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ নিয়মিত মামলা রয়েছে। সে কারণেই তাদের আটক করা হয়।
১ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�