সাতক্ষীরা : বরের সঙ্গে বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো দুজনকে। এ ঘটনায় অন্য এক মোটরসাইকেল চালকও নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বর যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মীর্জপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক ও সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম, বাসযাত্রী শান্তি দাস ও শম্ভু দাস।
আহতদের মধ্যে প্রদীপ, পলাশ, সুজিত, তাসকিন ও তাওহীদের নাম জানা গেছে।
পাটকেলঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা মনোজিত নন্দী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পাটকেলঘাটাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধিএমআর/এসএম