বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১১:০১:০৭

কন্যাসন্তান জন্ম দেয়ায় বউ তালাক

কন্যাসন্তান জন্ম দেয়ায় বউ তালাক

সাতক্ষীরা : কন্যাসন্তান জন্ম দেয়ায় বউকে তালাক দিয়েছেন এক স্বামী।  দুই কন্যাসন্তান জন্ম দেয়ায় ওই গৃহবধূকে নির্যাতন করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।  

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে নির্যাতিত রুকাইয়া পারভীন ডেইজি।

লিখিত বক্তব্যে ডেইজি বলেন, গত ২০০১ সালে কালিগঞ্জ উপজেলার বন্দাকাটি গ্রামের মৃত আলহাজ্ব মহসিন আলীর ছেলে মাহমুদুল হাসানের সাথে তার বিয়ে হয়।  এরপর দাম্পত্য জীবনে তাদের ঘরে দুটি কন্যাসন্তানের জন্ম হয়।  দুই কন্যাসন্তানের জন্ম দেয়ার কারণে তার স্বামী মাহমুদুল হাসান ও তার পরিবার প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

একপর্যায়ে গত ২০১৪ সালের ২৪ এপ্রিল তার স্বামী ভবিষ্যতে দুই মেয়ের লেখাপড়া ও বিয়ের জন্য খরচ বাবদ তার বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে চাপ সৃষ্টি করে মাহমুদুল হাসান।

যৌতুক আনতে অস্বীকার করায় তাকে মারপিট করে ঘরের মধ্যে আটকে রাখা হয়।  পরে তার পিতা খবর পেয়ে স্বামী মাহমুদুল হাসানের বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরদিন এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।  মামলাটি বর্তমানে আদালতে বিচারীধীন। মামলাটি দায়েরের পর থেকে তার স্বামী মাহমুদুল হাসান বিভিন্নভাবে তার পিতাকে খুন, জখমসহ অপহরণ করার হুমকি প্রদান করে আসছিল।  

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডেইজি।  এ অবস্থায় ২০১৪ সালের এক মার্চ তাকে তালাক প্রদান করে স্বামী মাহমুদুল হাসান।  সেখান থেকে তিনি (ডেইজি) কন্যাসন্তান দুটি নিয়ে শহরের রসুলপুরে তার পিতার সহযোগিতা ও সাহায্যে অতিকষ্টে জীবনযাপন করে আসছিলেন।

তিনি বলেন, চলতি বছরের ২৭ জানুয়ারি মাহমুদুল হাসান আকস্মিকভাবে তার বাড়িতে এসে হুমকি প্রদান করে নিপিড়ন করে।  এর দুইদিন পর গত ৩০ জানুয়ারি ঘটনা উল্লেখ করে তিনি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরো একটি মামলা দায়ের করেন।  

মাহমুদুল হাসান তার সব অপরাধ লুকাতে গত ২৭ ফেব্রুয়ারি কালিগঞ্জ প্রেসক্লাবে তার (ডেইজির) বিরুদ্ধে অসত্য, বিভ্রান্তিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে তিনি প্রতারক স্বামী মাহমুদুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  এ সময় তার সাথে দুই কন্যা উম্মে তাওফিকা তুলি ও উম্মে তানহা পুতুল ছিল।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে