শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:৫৩:২৫

তালায় একই স্থানে সভা ডাকায় উত্তেজনা

তালায় একই স্থানে সভা ডাকায়  উত্তেজনা

পরিস্তিতি নিয়ন্ত্রনে রাখতে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার সমাবেশ না করার নির্দেশ দেন
সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সভা ডাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু’র উপর সন্ত্রাসী হামলার পর থেকে দুইটি পক্ষ বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে।
পরিস্তিতি নিয়ন্ত্রনে রাখতে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সরেজমিনে খলিলনগর ইউনিয়ন পরিষদের সামনে সভাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দুই পক্ষকে প্রতিবাদ সমাবেশ না করার নির্দেশ দেন।
গত ৯ মার্চ নির্বাচনী এলাকায় প্রচারণার সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মারত্বক আহত হন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রণব ঘোষ বাবলু। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর থেকে এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ১০ মার্চ বিকালে ঘটনার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ সহ ১৪ দলের নেতৃবৃন্দ।
এরপরই শুক্রবার ১১ মার্চ বিকেলে স্বতন্ত্র প্রার্থী সরদার আজিজুর রহমান রাজু একই স্থানে প্রতিবাদ সভার ডাক দেয়। তাৎক্ষনিক ভাবে ইউনিয়ন আওয়ামী লীগসহ ১৪ দলের  নেতৃবৃন্দ নির্বাচনী পথ সভার ডাক দেয় একই স্থানে। এনিয়ে দুইটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরার সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল হক জানান,কেউ আইনশৃঙ্খলা বিঘœ ঘটাতে না পারে এ জন্য কোন পক্ষই প্রতিবাদ সমাবেশ করতে পারবে না। তবে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তারা প্রচারণা চালাতে পারবে।’

ওরা আমাকে মেরে ফেলবে’ পথসভায় এমন বক্তব্য দেওয়ার ৫ ঘন্টার মধ্যে হামলা হয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রণব ঘোষ বাবলুর উপর। এসময় তার সাথে থাকা তিন জনকে পিটিয়ে মারাত্বক জখম করেছে সন্ত্রাসীরা।
শারিরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার  সকালে চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩ টায় খলিলনগর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এদিকে গত বুধবার রাত দেড় টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি বিলপাড় এলাকায় তার উপর এ হামলার ঘটনা ঘটে।

আহতদের সকলকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের  শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এরমধ্যে প্রনব ঘোষ বাবলুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আহতরা হলেন-খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি খান সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক করিম হোসেন, যুবলীগ কর্মী মোড়ল আলামিন  হোসেন।
প্রণব ঘোষ বাবলু গত ১২ বছর ধরে সাতক্ষীরার তালা  উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আগামী ২২ মার্চ প্রথম দফার নির্বাচনে তিনি  আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে (নৌকা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি খান সিরাজুল ইসলাম জানান, বুধবার রাতে মহান্দি এলাকায় একটি পথসভা করে প্রণব ঘোষ বাবলু সহ চার জন দু’টি মোটরসাইকেলে নিজ বাসায় তালায়
ফিরছিলেন। পথিমধ্যে হরিষচন্দ্রকাটি বিলপাড় এলাকায় আসলে সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে হামলা করে। সিরাজুল ইসলাম বলেন,মহান্দী গ্রামে পথসভায় প্রনব ঘোষ বাললু বলেন,ওরা আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। এদিকে খলিলনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। তিনি বিভিন্ন পথ সভায় নানা ধরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন প্রনব পক্ষের লোকজন। ঘটনার পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে তাকে দেখার জন্য মানুষের ঢল নামে। আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারও। খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী জানান, নৌকার প্রতিককে পরাজয় করতে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন প্রণবের উপর হামলা করেছে। প্রতিবাদে খলিলনগর বাজারে সমাবেশ অনুষ্টিত হয়েছে এবং উপস্থিত বক্তারা  ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত চেয়ারম্যানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার নিয়ে যাওয়া হয়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে আছেন। তবে এ জঘন্যতম অপরাধে জড়িতদের অবশ্যই বিচার হতে হবে। এরবাইরে তিনি সকল প্রশ্ন এড়িয়ে যান।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে